Sunday, December 28th, 2025, 2:57 pm

ক্ষতিগ্রস্ত প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা

 

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বিভিন্ন পক্ষের নানা ধরনের এজেন্ডা সক্রিয় রয়েছে। কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, সামনে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রও আছে। তবে এসবের মধ্যেও সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিদর্শনের সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেন।

ঘটনার পরদিনই প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ এবং অনলাইন কার্যক্রম চালু করাকে প্রতিষ্ঠানটির দৃঢ়তার প্রমাণ হিসেবে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে আমাদের শিক্ষা নিতে হবে। একটি দেশের গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণমাধ্যম হলো সরকারের চোখ, তবে এটি যেন ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশ দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের এক অন্ধকার সময় অতিক্রম করে এখন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ঘটনায় রাজনৈতিক দলগুলোও শিক্ষা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। কারণ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় খুব বেশি নয়। ভবিষ্যতের রাজনৈতিক সরকারকে গণমাধ্যমকে তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করতে হবে, কেবল কার পক্ষে বা বিপক্ষে গেল—সে দৃষ্টিতে দেখলে চলবে না। সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে।

এনএনবাংলা/