Saturday, January 3rd, 2026, 7:59 pm

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোকন

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি  ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী। দেশের জন্য লড়াই করতে গিয়ে তিনি ঘর, বাড়ী ও সন্তানকে হারিয়েছেন। বারবার তাকে দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। নির্যাতন সহ্য করেছেন তবু্ও তিনি দেশ ছাড়েননি। তিনি মরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার জানাযার নামাজে লক্ষ লক্ষ জনতার  উপস্থিতি তারই প্রমাণ। তার সততা, ন্যায়পরায়ণতা ও দেশ প্রেমের কারণে তিনি সবার অন্তরের স্থান করে নিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন  এ সব কথা বলেন।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে

সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব।

বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সহ সভাপতি মোহাম্মদ হোসেন, আজীবন সদস্য জাবেদ আলম কিরণ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক টিএ সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছালাম মাছুম, কার্যকরী সদস্য মাহফুজ ভূঁইয়া,  সদস্য ইয়াছিন আরাফাত ও হারিছ মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুল আলম, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল আহবায়ক মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষকদল আহবায়ক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম।