Saturday, January 3rd, 2026, 8:14 pm

মুরাদনগরে শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে কবিরাজ গ্রেফতার 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগরে চতুর্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী (১০)কে যৌন নিপীড়ন অভিযোগ মাঈন উদ্দিন (৩৫) নামে এক কবিরাজকে গ্রেফতার হয়েছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলা মোচাগড়া গ্রাম মৃতঃ চাঁন খা মোল্লা ছেলে কবিরাজ মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসা চতুর্থ শ্রেণির ছাত্র। পড়ালেখা অমনোযোগী হয়ে পড়লে ছাত্রটিকে তার বাড়ীর পাশের কবিরাজ মাঈন উদ্দিন তার মাকে বলেন, তেল ও কায়তুন পড়া ও ঝাড়ফুঁক করাকে ছাত্রটি মনোযোগী ফিরে পাবে। একথা বলে শুক্রবার (২ডিশেম্বর) দুপুরে একথা বলে কৌশলে ছাত্রটির বসতঘর থেকে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ঘরের বাহিরে পাঠিয়ে দেন কবিরাজ। ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছাত্রটিকে যৌন নিপীড়ন করেন বলে মামলা অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির আত্মচিৎকার করে উঠলে অভিযুক্ত কবিরাজ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথেই ছাত্রটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাী শারীরিক অবস্থার কথা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করেন। এঘটনায় শুক্রবার (২ ডিসেম্বর) রাতে নির্যাতনের শিকার ছাত্রের অভিভাবক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসান জামিল খান বলেন, অভিযুক্ত কবিরাজ মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে মধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।