সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
সারিয়াকান্দিতে দারুল কুর’আন মডেল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে দারুল কুর’আন মডেল মাদ্রাসা (হাফেজিয়া ক্বওমী) আয়োজনে গালর্স স্কুল সংলগ্নে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (অব:) আলহাজ মাওঃ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মোঃ এনামুল হক চন্দনীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসা মুঈনে মুহ্তামিম আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি আতাউল্লাহ নিজাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া কলেজ সহকারী অধ্যাপক আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আজিজুর রহমান,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক এনামুল হক চন্দনী বলেন, দারুল কুর’আন মডেল মাদ্রাসা (হাফেজিয়া ক্বওমী) মাদ্রাসার মূল লক্ষ্য হলো শিশুদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকি।”

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার