ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে মুস্তাফিজুর রহমানকে না রাখার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপের কাছে নতি স্বীকার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানাতে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব অবস্থানের কথা জানান আসিফ নজরুল। তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে বিসিবিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আইসিসির কাছে পুরো ঘটনা তুলে ধরে। তার ভাষায়, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে সেখানে পুরো জাতীয় দলের বিশ্বকাপ খেলতে যাওয়াও নিরাপদ মনে হওয়ার কথা নয়।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন।
মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও তোলেন আসিফ নজরুল। তিনি লেখেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে তিনি অনুরোধ করেছেন যেন বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচার না করা হয়।
ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অপমানজনক উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশকে অবমাননা করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, “গোলামির দিন শেষ।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল