Wednesday, January 14th, 2026, 8:39 pm

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭২ জন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে ৭২ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিনে মোট ১০০ প্রার্থীর আপিল শুনানি হয়েছে।

এ বিষয়টি বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, “আজ ১০০ প্রার্থী ইসিতে আপিল করেছিলেন, যাদের মধ্যে ৭২ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০ জনের আপিল এখনও পেন্ডিং রয়েছে। পঞ্চম দিনে মোট ১০০ জনের শুনানি হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ৫ দিনে মোট ৩৮০ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এর মধ্যে ২৭৭ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে, ৮১টি আবেদন বাতিল হয়েছে এবং বাকিগুলো এখনও পেন্ডিং রয়েছে।”

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানির এই কার্যক্রম অব্যাহত থাকবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন যাচাই-বাছাই ও আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের এই প্রক্রিয়া পরিচালনা করছে।

এনএনবাংলা/