Wednesday, January 14th, 2026, 9:13 pm

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে ইসি সচিব যে ব্যাখ্যা দিলেন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বাহরাইনের একটি বাসায় ১৬০টি পোস্টাল ব্যালট রাখা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ সাংবাদিকদের সামনে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

ইসি সচিব জানান, “আমরা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের। বাহরাইনের ক্ষেত্রে, ১৬০টি ব্যালট একটি ডেলিভারি পয়েন্টে বাক্সে রাখা হয়েছিল। ছাত্রজীবনের হোস্টেলের চিঠিপত্রের মতো, ভোটাররা পরে এগুলো সংগ্রহ করেন।”

তিনি আরও বলেন, “ভিডিওতে কোনো ব্যালট খোলা হয়নি। প্রবাসী ভোটাররা একজোড়া ব্যালট পেয়েছেন, এবং তাদের আনন্দ ধরে রাখার জন্য কেউ ভিডিও পোস্ট করেছেন। এটি হওয়া উচিত ছিল না, কিন্তু এতে কোনো ভোট প্রক্রিয়ার গোপনীয়তা লঙ্ঘন হয়নি।”

বাহরাইন পোস্টাল অফিসকে এই ঘটনার কারণে তলব করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, “বাহরাইন পোস্টাল তদন্ত করে জানাবে কেন এই ঘটনা ঘটল। আমাদের রাষ্ট্রদূত বিষয়টি পর্যবেক্ষণ করছেন।”

এদিকে, বিএনপি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেক ব্যালট হ্যান্ডেল করছেন, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। ইসি ইতিমধ্যেই বিষয়টি নজরে এনেছে এবং বাহরাইন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে।”

এনএনবাংলা/