মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কায়কোবাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগ তোলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় নির্বাচন কমিশন কায়কোবাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয়।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে মুরাদনগরজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, শুরু থেকেই এসব অভিযোগ ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসে। তারা পাঁচবার আমাকে নির্বাচিত করেছে। এই ভালোবাসা ও জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।”
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারেনি। এবারও তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যের জয় সবসময় হয়—আজ তারই প্রমাণ মিলেছে।”
মুরাদনগরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কায়কোবাদ বলেন, এলাকার মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। অতীতের মতো ভবিষ্যতেও মুরাদনগরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
এদিকে বিএনপির স্থানীয় নেতারা বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রমাণ করেছে কায়কোবাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে মুরাদনগরের মানুষ আবারও বিপুল ভোটে কায়কোবাদকে বিজয়ী করবেন।

আরও পড়ুন
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক
জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ