Tuesday, January 20th, 2026, 7:17 pm

সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ, বরাদ্দ ৭২ কোটি টাকা

 

নির্বাচনী নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই সব ভোট কেন্দ্রকে সিসি টিভির আওতায় আনতে হবে।

ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে প্রায় ৪২ হাজার ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোকে দ্রুত সিসি টিভির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ দিয়ে আরও ২১ হাজার ৯৪৭টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের আস্থা বাড়বে বলে আশা করছে কমিশন।

নির্বাচন কমিশনের মতে, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও স্বচ্ছ হবে, যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/