Tuesday, January 20th, 2026, 9:10 pm

গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নড়াইল প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদুত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘এই গণভোটটা হবে আনন্দের সাথে, উৎসাহের সাথে। কারন, এই গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, আমি কেমন বাংলাদেশ চাই।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নড়াইল জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ পরিচালক জুলিয়া সুকায়না, জেলা নির্বাচন অফিসার আব্দুল ছালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার টিএম রাহসিন কবীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।