Thursday, January 22nd, 2026, 3:10 pm

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলোকে টিকিয়ে রাখতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি—এ অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী ১ তারিখ থেকেই আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিচ্ছি। ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের আর নেই।’

মালিকদের আর্থিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের পুঁজি ইতোমধ্যে অর্ধেকে নেমে এসেছে। ব্যাংকের পাওনা শোধ করার কোনো উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও সেই ঋণ পরিশোধ সম্ভব হবে না।’

সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে একের পর এক যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সব মন্ত্রণালয় ও তাদের বিভিন্ন দপ্তরে আমরা গিয়েছি। কিন্তু সবাই দায় এড়িয়ে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঠেলে দিচ্ছে—ঠিক পিলো পাসিংয়ের মতো।’

এনএনবাংলা/পিএইচ