Friday, January 23rd, 2026, 8:59 pm

অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করবে। আওয়ামী আমলে অবাধ মাদক ব্যবসার কারণে আজ মাদক ঘরে ঘরে কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে, পরিবার ও সমাজ বিপর্যস্ত।
তিনি আজ (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার পূর্ব কাওয়ালীজান মসজিদ প্রাঙ্গণে আব্দুস সাত্তার খানের সভাপতিত্বে আজ জুম্মার নামাজের পর অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্যে তিনি বলেন, বেকারত্ব থেকে হতাশা, হতাশা থেকে যুবসমাজ মাদকাসক্তি ও অনৈতিকতার দিকে ধাবিত হয়। এতে পারিবারিক ও সামাজিক বন্ধন বিনষ্ট হয়। এ জন্য তিনি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি চর্চা ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে বলেন, “জীবনে শিক্ষা, ধর্ম, সংস্কৃতি ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই।
এমরান সালেহ প্রিন্স দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, এমপি নির্বাচিত হলে আমার বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি আমার নাম বা প্রভাব ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হয়, তাকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মহাপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার আলোকে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করতে নিজের উন্নয়ন পরিকল্পনার কথাও তিনি উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কাওয়ালীজান ওয়ার্ডের সদস্য বোরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য জাহাংগীর আলোমন, বিএনপি নেতা আব্দুর রশীদ, গণঅভ্যুত্থানে শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী, সমাজসেবক আব্দুল জলিল, সিরাজ উদ্দিন, আসাদুল্লাহ, রফিক ফরাজী, আসাদুজ্জামান, নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দউজ্জামান, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র, সুশাসন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে জনগণকে এগিয়ে আসার অনুরোধ জানান।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে কাওয়ালীজান গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ বিজয় ফরাজীর বাড়িতে দোয়া মাহফিলে, বাদশা বাজার, নতুন বাজার ও পাগলা বাজারে গণ সংযোগ ও পথ সভা এবং রাতে হালুয়াঘাট বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ।