Saturday, January 24th, 2026, 7:47 pm

সলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি সহ জামায়াতে যোগদান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 281.22534; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নাটোর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট আমেল খান চৌধুরী  ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ জামায়াত  ইসলামিতে যোগদান করেছেন।

বিকেলে শহরের মাদ্রাসা মোড়ে জামায়াত মনোনীত নাটোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইউনুস আলীর নির্বাচনী অফিসে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের আমীর ডক্টর মীর নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আজকে দল করে জামাত কালকে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেনি। জামাতকে এই পজিশনে আসতে অনেক সময় এবং ধৈর্য লেগেছে। তাই আগামী নির্বাচনে জামাত ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যাবে।

এসময় ইসলামী আন্দোলনের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতৃবৃন্দ। #

এনএনবাংলা/পিএইচ