সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগ সফল হলে তা দেশের অন্যান্য এলাকাতেও নীরব অঞ্চল বাস্তবায়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চালকদের সচেতনতা বাড়াতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিনিয়াপোলিসে সরকারি এজেন্টের গুলিতে আবারও মার্কিন নাগরিক নিহত
সাবেক সেনাপ্রধান আজিজের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা