সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে লক্ষ্য করে নয়, বরং অপরাধীদের জামিনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য উপস্থাপনের পর সাংবাদিকরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় তাঁর প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সরকারের সমালোচনার জন্ম দিয়েছে।
তবে কৃষি ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে রাজি হননি উপদেষ্টা। সাদ্দামের প্যারোল সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন,
‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।’
একজন সাংবাদিক তাঁকে স্মরণ করিয়ে দিলে যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাও, তখন তিনি বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকবো।’
আরেক সাংবাদিক দায়বদ্ধতার কথা তুললে তিনি বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপর প্রশ্ন করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না—এগুলোই সমস্যা।’
এ সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
আবু সাঈদ হত্যার ঘটনায় আসামীদের ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
বাংলাদেশ নিয়ে ভারতের ৭৩ গণমাধ্যমের ১৪০টি প্রতিবেদনে অপতথ্যের প্রমাণ: রিউমর স্ক্যানার
নির্মম রাজনীতির প্রেমময় গল্পে ইয়াশ-নীহা