Tuesday, January 27th, 2026, 4:08 pm

ডাসারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত-২!

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ডাসার উপজেলার কর্ণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার বালিগ্রাম এলাকার মফিজুল ফকির (৩০) ও মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার মাহফুজ খান (২৫)। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি, মফিজুল ও মাহফুজ পেশায় রাজমিস্ত্রি। তারা সারাদিনের কাজ শেষে রাতে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির সার্বিক পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজমিস্ত্রির কাজ শেষ করে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কর্ণপাড়া নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।