Tuesday, January 27th, 2026, 4:09 pm

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচন, গণভোট‌, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান ও বালু-পাথর লুটপাট বন্ধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, এভিসিবি-৩ এর উপজেলা সমন্বয়কারী এডভোকেট গীতা রাণী মোদক, আনসার ভিডিপি প্রশিক্ষক রুমি বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, আব্দুল জলিল,  কালাসাদেক বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. হযরত আলী, উৎমা বিওপির কমান্ডার নায়েক সুবেদার শামছি তাত্রীজ, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, ইছাকলস ইউপির প্যানেল চেয়ারম্যান নেছার আহমদ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। রাষ্ট্র ও জনগণের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করতে এবারের গণভোটের গুরুত্ব অপরিসীম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রার্থীরা করলেও গণভোটের প্রচার স্বয়ং রাষ্ট্র করছে। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারকে সমুন্নত করতে গণভোটে ইতিবাচক রায় দেয়া সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন বালু-পাথর লুটপাট করতে না পারে। সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান বন্ধে সর্বদাই তৎপরতা চালাচ্ছে বিজিবি ও পুলিশ।