ফেনী প্রতিনিধি:
আসন্ন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষ্যে কুমিল্লা সেক্টরের আওতাধীন ছয়টি জেলায় ১০২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে এই বিপুল সংখ্যক সদস্য নির্বাচনী মাঠে নামবেন। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ।
নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী—এই ছয় জেলার ৫৩টি উপজেলায় এবং ৩৪টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা পরিকল্পনায় ফেনী জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফেনীর সীমান্তবর্তী তিনটি উপজেলায় সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনীর সহায়তা ছাড়াই এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবি। এছাড়া অন্যান্য সীমান্তবর্তী ৯টি উপজেলাসহ অবশিষ্ট ৪১টি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এই সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয় প্রশাসনের সহায়তায় বিভিন্ন অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচন ও গণভোটে জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। কোনো স্বার্থান্বেষী মহল বা অপশক্তি যেন নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি গত তিন মাসে সীমান্তে বিজিবির আভিযানিক সাফল্যের চিত্রও তুলে ধরা হয়। ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা সেক্টরের ৩২৭.৩০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৮ কোটি ৪৬ লাখ ৯ হাজার ১৪০ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯৪ কোটি ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৪ কোটি ৫ লাখ টাকার মাদকদ্রব্য রয়েছে। এসব ঘটনায় ১ হাজার ৮০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ৩৮ জনকে আটক করা হয়েছে।
সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে বিজিবির সতর্ক অবস্থানের একটি সাম্প্রতিক দৃষ্টান্তও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন খাদলা বিওপির সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন পলাতক আসামিকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন—মো. সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং শাহারিয়ার নাজিম জয় (১৯)। তারা কুমিল্লা জেলার বুড়িচং থানার চাঞ্চল্যকর ফাহিমা আক্তার আখি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আটকের পর তাদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে সীমান্তে বিজিবির ৬১টি বিওপি, ৩টি আইসিপি এবং ৭টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে বলে জানান লে. কর্নেল মোশারফ। অস্ত্র, গোলাবারুদ ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং কোনো নাশকতাকারী যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আরও পড়ুন
রংপুরে দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
কুড়িগ্রামে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন
সাভারে কোন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবেনা : সালাউদ্দিন বাবু