Tuesday, January 27th, 2026, 4:16 pm

কুড়িগ্রামে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম।

“পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করতে হবে” এবং “জীবাশ্ম জ্বালানিকে না বলুন, নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে টিআইবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বিবেচনার জন্য ৯ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সনাক সদস্য একেএম সামিউল হক নান্টু ও রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা জলবায়ু পরিষদের সভাপতি চাষী নুরুন্নবী সরকার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস, বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক, টিআইবি’র ইয়েস দলনেতা ছাদেকুল ইসলাম, ইয়েস সদস্য সাগর মিয়া প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন।

মানববন্ধন শেষে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের ধারণাপত্র বিতরণ করেন টিআইবি’র ইয়েস সদস্যরা।