যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। জনগণের ভোটে যে সরকার গঠিত হবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় রয়েছেন এবং ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন।
ক্রিস্টেনসেন আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার নিরপেক্ষ থাকে। নির্বাচনের ফল নির্ধারণ করার পূর্ণ অধিকার কেবল বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানান, নির্বাচন দিবসটি যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এমন প্রত্যাশা তাঁর। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নির্বাচনটি আনন্দঘন ও শান্তিপূর্ণ হবে, যেখানে দেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি সফল নির্বাচন সম্পন্ন হবে।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অন্য সবার মতো তিনিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেপ্তার
নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ