কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা ও কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলারা আক্তারের সভাপতিতে এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাচন অফিসার তায়েফুল ইসলাম।
প্রশিক্ষনে ৫৫ জন প্রিজাডিং অফিসার, ২৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৯০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের ২৭জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান কর হয়।

আরও পড়ুন
৯ স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা, বিএনপি-জামায়াতের হামলা সংঘর্ষ, আহত ৪০
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
হাইকোর্টে খারিজ হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল