রংপুর ব্যুরো:
রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জেরে বাগবিতন্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। দুজনেই তাতিপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং উভয়েই অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিলো বলে জানা যায়।
এলাকাবাসী জানান, তিনদিন আগে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসময় কয়েকজন এলাকাবাসী ছাড়াছাড়ি করে মিমাংসা করে দেন। এরই জের ধরে আজ সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় হাতে থাকা চাবি দিয়ে বিজয় সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করে। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। এ অবস্থায় সটকে পরে বিজয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন আমিনুল ইসলাম মাটিতে পড়ে আছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি কিভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।#

আরও পড়ুন
৯ স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা, বিএনপি-জামায়াতের হামলা সংঘর্ষ, আহত ৪০
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
হাইকোর্টে খারিজ হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল