Wednesday, January 28th, 2026, 5:15 pm

নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে?

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। মাঠের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও চলছে জোর আলোচনা।

নেটিজেনরা রাজনৈতিক দল, প্রার্থী ও নির্বাচনসংক্রান্ত নানা তথ্য জানতে সবচেয়ে বেশি ভরসা করছেন গুগল সার্চে। কোন দল নিয়ে মানুষ সবচেয়ে বেশি খোঁজখবর নিচ্ছে—তা জানতে ব্যবহৃত হয় গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস অনুযায়ী, একটি শব্দ বা বিষয়ের সার্চ যত বেশি, তার ইন্টারেস্ট স্কোর তত বেশি ধরা হয়।

এই প্রতিবেদনে ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (সোমবার) পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসে সার্চ করা প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।

চতুর্থ স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গুগল ট্রেন্ডসে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, islami andolon, islami andolan bangladesh, হাতপাখা, চরমোনাই—এ ধরনের কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। এই সময়ে দলটির প্রতি গড় (অ্যাভারেজ) ইন্টারেস্ট ছিল ৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, ncp bangladesh, ncp full form, ncp logo, ncp candidates, জাতীয় নাগরিক পার্টি—এ ধরনের কিওয়ার্ড দিয়ে গুগলে দলটি খোঁজা হয়েছে। গুগল ট্রেন্ডসে এনসিপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী

গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাত, জামায়াত, জামায়াতে ইসলামী, jamaat, jamaat islami, jamaat e islami—এইসব কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করা হয়েছে দলটি নিয়ে। এই সময়ে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪৫ শতাংশ।

শীর্ষে বিএনপি

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, তারেক রহমান, bnp bangladesh, বিএনপি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ নানা কিওয়ার্ড দিয়ে দলটি নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। এই সময়ে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৭ শতাংশ।

সামাজিক মাধ্যমেও এগিয়ে বিএনপি

শুধু গুগল সার্চ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে বিএনপি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার।

অন্যদিকে,

  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৩ মিলিয়ন ফলোয়ার
  • ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)- এর পেজে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার
  • ইসলামী আন্দোলন বাংলাদেশর অফিসিয়াল পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার
  • গণ অধিকার পরিষদর অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯৯ হাজার ৮০০

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, অনলাইন ও সামাজিক মাধ্যমে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি এবং আগ্রহের মাত্রাও তত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/