Wednesday, January 28th, 2026, 5:49 pm

৯ স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা, বিএনপি-জামায়াতের হামলা সংঘর্ষ, আহত ৪০

শরীয়তপুরের নড়িয়া ভোজেশ্বরে বিএনপি-জামায়তের সমর্থকদের সংঘর্ষ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার কার্যক্রম চলাকালে দেশের অন্তত ৯টি স্থানে হামলা, সংঘর্ষ, প্রচারে বাধা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, শরীয়তপুর, পাবনা, পটুয়াখালী ও ঢাকার কেরানীগঞ্জে এসব ঘটনার খবর পাওয়া গেছে। অধিকাংশ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

পাবনায় এনআইডি সংগ্রহ ঘিরে বিএনপি-জামায়াত হট্টগোল

পাবনা সদরের বুদের হাট এলাকায় মঙ্গলবার জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।

পাবনা-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী ইকবাল হোসাইন দাবি করেন, বিএনপি কর্মীরা তাদের নারী কর্মীদের বাধা ও লাঞ্ছিত করেছে। তবে বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচন সমন্বয়কারী জহুরুল ইসলাম বলেন, স্থানীয়দের প্রশ্নের মুখে জামায়াতের নারী কর্মীরা সশস্ত্র ক্যাডার ডেকে এনে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করেছে।

নারায়ণগঞ্জে নারী কর্মীদের প্রচারে বাধা, আহত ৮

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াছ মোল্লা জানান, জামায়াতের মহিলা শাখার কর্মীরা গণসংযোগে গেলে বিএনপি কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিবিরের একটি দল গেলে তাদের মারধর করা হয়। এতে পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণবসহ আটজন আহত হন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

শরীয়তপুর ও সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১৬

শরীয়তপুরের নড়িয়া ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। সিরাজগঞ্জ-২ আসনের ডুমুরইছা গ্রামে সোমবার রাতে দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষে ১০ জন আহত হন। জেলা বিএনপি ও জেলা জামায়াত একে অপরকে দায়ী করেছে।

কেরানীগঞ্জ ও চট্টগ্রামে প্রচারে হামলা

ঢাকা-৩ আসনের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলায় এনসিপির এক নেতাসহ তিনজন আহত হন। জামায়াত প্রার্থী শাহিনুর ইসলাম বিএনপির এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ করলেও তা অস্বীকার করা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডে ব্যানার লাগানো ও নারী কর্মীদের প্রচারকে কেন্দ্র করে মারধর ও অপদস্থ করার অভিযোগ উঠেছে।

বগুড়া ও নওগাঁয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে তিন নেতাকর্মীকে আহত করার অভিযোগ করা হয়েছে। তবে বিএনপি বলছে, কোনো সংঘর্ষ হয়নি।

নওগাঁ-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠলেও স্থানীয় বিএনপি নেতারা তা অস্বীকার করেছেন।

পটুয়াখালীতে নুর ও মামুনের সমর্থকদের সংঘর্ষ

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। উভয় পক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। নুর অভিযোগ করেছেন, এটি প্রতিপক্ষের সাজানো নাটক।

এনএনবাংলা/