রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আজ (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুনের কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কাজ চলমান, এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয়রা আতঙ্কিত অবস্থায় নিরাপদ স্থানে চলে গেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকারের
ছয় আমদানিকারকের জিম্মায় রোজার বাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের আশঙ্কা
ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা