নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠায়নি, তবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আজ শুটিং দলকে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি।
জানা গেছে, প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় কোনো নিরাপত্তাজটিলতার আশঙ্কা নেই। যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছে। স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। সব দিক বিবেচনা করে শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।”
এই সফরে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবেন সেরা শুটার রবিউল ইসলাম, যিনি নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্টের মাধ্যমে ভিসা ছাড়া সাত দিন ভারতে থাকতে পারবেন। কোচ হিসেবে দলের সঙ্গে আছেন শারমিন আক্তার, যাকে ভিসা নিতে হবে। তাদের রওনা হবে ৩১ জানুয়ারি।
রবিউল জানিয়েছেন, খেলায় অস্ত্র ও গুলি বহনের প্রয়োজন হয়, যা জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব জানান, “জিও দেওয়া হয়েছে, সব অনুমোদন মন্ত্রণালয় থেকে করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
এনএনবাংলা/

আরও পড়ুন
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া বার্তা হাবিবের