যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আগেরবারের চেয়ে বড় সামরিক হামলা চালানো হতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ইরান যদি হামলা আটকাতে চায়, তবে তাদের সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি করতে হবে।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল। সেই সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল।
ট্রাম্প লিখেছেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, প্রচণ্ড শক্তি এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। এটি পূর্বের ভেনেজুয়েলার অভিযান থেকেও বড় এবং যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, “আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো—কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না। সময় শেষ হয়ে আসছে। আগেরবারের মতো পরিস্থিতি আর সৃষ্টি করবেন না।”
এনএনবাংলা/

আরও পড়ুন
১৪ বছর পর ঢাকা–করাচি ফ্লাইট শুরু কাল, উদ্বোধনী টিকিট ফুরিয়ে দ্বিতীয় ফ্লাইটেও ৮০% বুকিং
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস