অনলাইন ডেস্ক :
বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ৬০ হাজার ডোজ অনুদান হিসেবে দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন শু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।
টিকা বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে দুই পক্ষই উল্লেখ করে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরকালে দেশটি এ টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশকে পাঁচ লাখ ৩০ হাজার ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করবে।

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা