Monday, January 10th, 2022, 7:50 pm

হলিউড অভিনেতা বব সেগেটের রহস্যময় মৃত্যু

অনলাইন ডেস্ক :

রহস্যময় মৃত্যু হয়েছে হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা বব সেগেটের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত রিটজ-কার্লটন ওরলান্ডো হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তারা ৬৫ বছর বয়সী অভিনেতার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হোটেল কক্ষে মাদক ব্যবহারের কোনো আলামতও পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে স্ট্রোক করেই মৃত্যু হয়েছে বব সেগেটের। সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে একটি কমেডি ট্যুর শুরু করেছিলেন এই অভিনেতা। ট্যুরের জন্যই সেগেট ফ্লোরিডার সেই হোটেলে অবস্থান করছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন হলিউডের সহকর্মী ও ভক্তরা। হলিউডের বিখ্যাত অভিনেতা জিম ক্যারি এক টুইটে বলেন, বব সেগেটে ৬৫ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন। তার একটি বড়, বিশাল বড় একটি হৃদয় ছিলো। সেইসঙ্গে তার কৌতুক করার গুণ ছিলো প্রশংসনীয়। বিশ্বকে তিনি অনেক আনন্দ দিয়েছেন। বব সেগেট একজন বিখ্যাত কমেডিয়ান। টেলিভিশন উপস্থাপক এবং পরিচালক হিসেবেও পরিচিত তিনি। আশির দশকে ‘ফুল হাউজ’ শো দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। তার স্ট্যান্ড-আপ কমেডি মন ভরিয়েছিলো ভক্তদের।