Sunday, January 16th, 2022, 1:58 pm

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে। এ নিয়ে দু’দিনে ৩০ জন আটক করা হলো।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে জানান তিনি।

—-ইউএনবি