Friday, February 4th, 2022, 7:13 pm

বরিস জনসন সরকারের শীর্ষ চার সহযোগীর পদত্যাগ

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের শীর্ষ চার সহযোগী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার পর পর এই চার কর্মকর্তা পদত্যাগ করেন। বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালীন লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের কারণে চাপের মুখে রয়েছেন বরিস সরকার। পদত্যাগের বিষয়টি এ ঘটনা সাথে সম্পর্কিত পরবর্তী প্রভাব হতে পারে। পার্টি আয়োজনের বিষয়টি সামনে আসার পর থেকেই চাপের মুখে রয়েছেন বরিস জনসন। পদত্যাগ করা চার কর্মকর্তা হলেন বরিস জনসনের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড এবং সরকারের সিনিয়র আমলা মার্টিন রেনোল্ডস। ধারণা করা হচ্ছে পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আগামী সোমবার বরিস জনসন সরকারের প্রশাসনিক পদে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, বরিসের শীর্ষ উপদেষ্টা ও সহযোগীরা পদত্যাগে করছেন। সম্ভবত, নিজেকে আবার আয়নায় দেখার এটা চূড়ান্ত সময়। সমস্যাটি তিনি নিজেই কিনা, সেটা বিবেচনা করা উচিত।