Saturday, February 12th, 2022, 8:23 pm

ফেনীর দাগনভূঞায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা থানার আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা উচ্চ বিদ্যালয় হল রুমে বিট পুলিশিং মতবিনিময় ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মোবারক হোসেনের সঞ্চালণায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, ইউনিয়ন আ’লীগ সভাপতি এয়াছিন মোল্লা, বিএনপি সভাপতি ইয়াছিন হিরণ ভূঞা, ইউপি সদস্য আলী মর্তুজা, ইসমাইল কারী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাবলু ও ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হোসেন বিজয় প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনিপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।