Monday, February 14th, 2022, 1:06 pm

রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে পোস্তগোলা হাইস্কুল সড়কের দেলোয়ার প্লাস্টিক অ্যান্ড সুইট ফুডওয়ারে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—ইউএনবি