চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খাল থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভারাম্ভা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফৌজিয়া ফারিহা রাফি (২২) ইউনিয়নের খরণদ্বীপ মুন্সীপাড়ার এটিএম আনসার উল্লাহর মেয়ে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিমান করে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, আজ বুধবার সকালে কর্ণফুলী নদী ও খালের মোহনায় লাশটি স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে মেয়েটির পরিবার লাশটি রাফির বলে শনাক্ত করেছে।
ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো গয়েছে। রাফি পরিবারের সঙ্গে ঝগড়ার পর নদীতে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন