Friday, February 25th, 2022, 7:53 pm

রাশিয়ার বিরুদ্ধে একা লড়ছি আমরা: ইউক্রেনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই তার দেশকে একাই করতে হচ্ছে। সবাই ভীত। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ সকালে আমরা একাই দেশকে রক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের শক্তিধর দেশ দূর থেকে দেখছে। তিনি আরও বলেন, গতকাল রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমাদের মাটি থেকে এই বিদেশি সেনাদের তাড়িয়ে দিতে এটিই যথেষ্ট নয়। শুধু সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তা অর্জিত হতে পারে। ইউক্রেনের জনগণ সত্যিকার সাহসিকতা দেখাচ্ছে। বেশিরভাগ পথে শত্রুদের আটকে দেওয়া হয়েছে। লড়াই চলছে… আমরা ক্লান্ত হবো না। জেলেনস্কি বলেন, আমাদের রাষ্ট্রকে রক্ষায় আমরা একাই আছি। আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াইয়ে কে প্রস্তুত? আমি কাউকে দেখি না। ন্যাটোর সদস্যপদের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত আছে? সবাই ভীত। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বৃহস্পতিবার শুরু হওয়া রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের সামরিক ও বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন। জেলেনস্কি জানান, রাশিয়ার ‘স্যাবোটাজ গ্রুপ’ রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। তিনি শহরের বাসিন্দাদের সতর্ক ও কারফিউ মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘শত্রুরা আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করে মেরে ফেলতে চায়। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রের প্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। আমি রাজধানীতেই থাকবো। আমার পরিবারও ইউক্রেনে থাকবে।’