জেলা প্রতিনিধি, রংপুর :
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের যথাযথভাবে সংবাদ পরিবেশনের উপর গঙ্গাচড়ায় ৩ দিনের প্রশিক্ষণ রোববার (৬ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রশিক্ষণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিএফ) এর মোছাঃ নাহিদ সুলতানা। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিটি প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। গঙ্গাচড়া উপজেলা পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনের (৬,৮,৯) অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় ৩০ জন সাংবাদিক অংশ নেয়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার