Monday, March 21st, 2022, 1:13 pm

নিউজিল্যান্ডে ঝড়ে মাছ ধরার নৌকাডুবে নিহত ৩, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড উপকূলে ঝড়ো আবহাওয়ায় ১০ যাত্রীবাহী একটি মাছ ধরার নৌকাডুবে তিন জন নিহত ও দুজন নিখোঁজ রয়েছে। এছাড়া পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

নিঁখোজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

রবিবার রাতে দুর্ঘটনাকবলিত নৌকাটি উত্তর উপকূলের নর্থ কেপ-এ তাদের উদ্ধারের জন্য বিশেষ সঙ্কেত পাঠায়। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে হেলিকপ্টারে করে অনুসন্ধান চালিয়ে পানির মধ্যে থেকে দুটি লাশ উদ্ধার করা হয় এবং জাহাজের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে তৃতীয় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য বিমান, নৌ ও স্থলবাহিনীর অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে জানানো হয়, কাইতাইয়া হাসপাতালে উদ্ধার হওয়া পাঁচ জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

অনুসন্ধানের নেতৃত্ব দেয়া নিউজিল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র নিক বার্ট এনজেডএমই মিডিয়া কোম্পানিকে বলেছেন, রাত ৮টার দিকে একটি জরুরি সংকেত পাওয়া যায়। রাত ১১টা ৪০মিনিটে একটি হেলিকপ্টার নিয়ে দুর্ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করা হয়।

বার্ট বলেছেন, মাছ ধরার নৌকার চালককে উদ্ধার করা হয়েছে কিনা তা তার জানা নেই, তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছে পুলিশ।