Thursday, April 7th, 2022, 8:29 pm

রূপপুর প্রকল্পে ক্রেন থেকে লোহা পড়ে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি, পাবনা

পাবনার ঈশ্বরদী রূপপুের নিনর্মাণাধীন পারমাণবিক বিদ্যুত প্রকল্পে ক্রেন থেকে ভারী লোহা পড়ে বিল্লাল প্রধান (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল কিশােরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বুড়িকান্দা গ্রামের ইসমাইল প্রধানের ছেলে। তিনি প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।