Sunday, April 17th, 2022, 9:16 pm

কুরিয়া‌র সার্ভিসে বুকিং দিতে আসা কার্টনে মিলল ফেনসিডিল

কু‌ড়িগ্রাম পৌরশহ‌রের এক‌টি কার্টন থে‌কে দেড়শ’ বোতল ফে‌নসিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ ক‌রা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহ‌রের ক‌লেজ মো‌ড়ে সওদাগর এক্স‌প্রেস লি‌মি‌টেড নামক কু‌রিয়ার সা‌র্ভিসের অফিস থে‌কে এসব মালামাল জব্দ ক‌রে সদর থানা পুলিশ।

সওদাগর কু‌রিয়ার সা‌র্ভিসের কু‌ড়িগ্রাম ‌অফিসের ম্যানেজার র‌বিউল ইসলাম জানান, শ‌নিবার সন্ধ্যার পর অজ্ঞাত এক ব্যক্তি সাদা প‌লিব্যাগে মোড়া‌নো এক‌টি কার্টন নি‌য়ে এসে তা বু‌কিং কর‌তে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খু‌লে দেখ‌তে চাই‌লে ওই ব্যক্তি কৌশ‌লে ফো‌নে কথা বল‌তে বল‌তে ‘উধাও’ হ‌য়ে যায়। কিছু সময় অপেক্ষার করার পর কার্টন খু‌লে ভেত‌রে ফে‌নসি‌ডিলসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেখ‌তে পে‌য়ে হেড অফিসসহ স্থানীয় থানা পু‌লিশে খবর দেয়া হয়। প‌রে পু‌লিশ গিয়ে মালামাল জব্দ ক‌রে। কার্টন নি‌য়ে আসা ব্যক্তিকে চিন‌তে পা‌রে‌ননি ব‌লেও জানান ‌তি‌নি।

অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জিয়াউর রহমান ব‌লেন, জব্দ মালামা‌লের ম‌ধ্যে ১৪৯ বোতল ফে‌নসি‌ডিল, তিন শতা‌ধিক খা‌লি মোড়কসহ ৮৭ পিস স্কিন সাইন না‌মে ভারতীয় প্রসাধনী ও তিন পিস গোড‌রেজ বে‌বি সাবান। ত‌বে প্রসাধনীগু‌লো মূলত বিভ্রান্ত করার জন্য ফে‌নসি‌ডি‌লের বোত‌লের ওপর ঢে‌কে দেয়া ছিল।

উদ্ধারকৃত মালামা‌লের আনুমা‌নিক মূল্য প্রায় অর্ধ লাকার টাকার বে‌শি ব‌লে জানায় পু‌লিশ।

তাৎক্ষ‌ণিকভা‌বে জ‌ড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়‌নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসা‌মি ক‌রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্তি পুলিশ সুপার।

—ইউএনবি