জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যা পৌরশহরে পরোটা পাওয়া যাচ্ছে না, বিকল্প হিসাবে সেকা রুটি বিক্রি হচ্ছে। সয়াবিন তৈল বাড়তি থাকার কারণে যার ফলে পরোটা রুটি বানিয়ে বিক্রি করলে ব্যবসা হচ্ছে না। পৌরশহরে প্রতিটি হোটেলে সেকা রুটি বিক্রি হচ্ছে। পৌরশহরে লাল শরীফের চায়ের হোটলে নাম করা পরোটা রুটি অনেক দূর দরন্ত লোক সকালে নাস্তা খেতে আসত । লাল শরীফ বলেন, ১ কেজি সয়াবিন তৈলের দাম ২১০টাকা, ১টি পরোটা ভাজতে খরচ পরে ২০ টাকা আমার এই হোটলে অনেক দিন মজুর আসে। একজন লোক সকালে নাস্তা খেতে ৩০ টাকা নিয়ে আসে, ১টা রুটি ২০ টাকা হলে সকালে নাস্তা হবে না। তাই ৩০-৪০ টাকার ভিতরে দিন মজুরের নাস্তা হয়ে যায় আমার এই হোটলে দিন মজুর, কৃষক লোকজন বেশির ভাগই নাস্তা করতে আসেন। তাদের অনেকেরই ২/৩ টা বেশি রুটি খায়। ৩ টা রুটি এক প্লেট ভাাজি হলেই তাদের সকালের নাস্তা হয়ে যায়। লাল শরীফ বলেন, সয়াবিন তৈলের দাম কমলে আবারো সেই মজাদার পরোটা বানাবো।
তেলের অভাবে ডামুড্যায় পাওয়া যাচ্ছে না পরোটা

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন