Tuesday, May 24th, 2022, 8:47 pm

বিয়ানীবাজারে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরন

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে থানা পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম এর পক্ষ থেকে সোমবার উপজেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

পুলিশ সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্থ আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩শ’টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু ও খাবার সেলাইন বিতরন করা হয়।

ত্রাণ বিতরনকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, এসআই মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফয়সাল ও এসআই রাব্বীসহ স্থানীয় জনপ্রতিনিধি গন।