Thursday, May 26th, 2022, 9:02 pm

আমিরাতে গ্যাস বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের নাগরিক নিহত, আহত ১২০

অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহের শুরুর দিকে আবুধাবিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২০ জন আহত হয়েছে, এসময় একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক মারা গেছেন।

বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবির খালিদিয়া পাড়ায় সোমবার বিস্ফোরণে একজন ভারতীয় মারা গেছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে একজন পাকিস্তানি নিহত ও অন্যরা আহত হয়েছে। পাকিস্তানি কূটনীতিকরাও রাজধানীর একটি থানা পরিদর্শন করেছেন এবং বলেছেন যে আমিরাত কর্তৃপক্ষ তাদের তদন্তের বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।