Sunday, June 12th, 2022, 1:49 pm

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ দমকলকর্মী গাউসুল আজমের মৃত্যু

সীতাকুণ্ডের ডিপোতে আগুনে পুড়ে আহত ফায়ার সার্ভিসের এক সদস্য রবিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রাম বিএম কন্টেইনারর ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার মো. শাহজাহান সিকদার জানান, ফায়ার ফাইটার গাউসুল আজমকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন দমকলকর্মী মারা গেছেন।

৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও পরবর্তী বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ আহত হয়।

–ইউএনবি