ঢাকা-রংপুর মহাসড়কের বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান ডিজু গোবিন্দগঞ্জ শহরের বিশুবাড়ির আবুল কাসেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আহসান জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আশিকুর রহমান বগুড়ার দিকে যাচ্ছিলেন।
পথে হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
—ইউএনবি

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার