Friday, July 16th, 2021, 8:56 pm

সিলেট জেলা আ’লীগের সভাপতি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের করোনা পজেটিভ।  বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
জানা যায়, বৃহস্পতিবার (শারিরীক অসুস্থতা বোধ করায় সিলেট সীমান্তিক ল্যাবে শরীরের নমুনা দেন। রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ আসে।
বর্তমানে এডভোকেট লুৎফুর রহমান সিলেটের একটি প্রাইভেট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এদিকে এডভোকেট লুৎফুর রহমানের দ্রুত রোগমুক্তির জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী সকলের নিকট দোয়া চেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ।