গাজীপুর শহরের মাজুখান এলাকায় ঝুট মালামালের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের দুটি বসত বাড়ি পুড়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে গুদামে আগুন লাগে এবং আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। চারটি ফায়ার ইউনিট আড়াই ঘণ্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন