Monday, July 19th, 2021, 7:44 pm

করোনা টিকার প্রথম ডোজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

মহামারি করোনা ভাইরাসের মর্ডানার টিকার প্রথম ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার বিকেলে ৩:৫৬ মিনিটের দিকে শেখ রাসেল গাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

রবিবার খালেদা জিয়ার মেডিকেল দলের সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসাইন ইউএনবিকে জানান, ‘ম্যাডাম করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার আনুষ্ঠানিক এসএমএস পেয়েছেন।’

উল্লেখ্য এপ্রিলের ১১ তারিখ খালেদা জিয়া করোনা পজেটিভ শনাক্ত হন। এর ২৭ দিন পর ৮ মে তিনি করোনা মুক্ত হন।