Wednesday, September 14th, 2022, 1:04 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৪৭ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৪৭ লাখ ছাড়িয়েছে।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৫৮১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ২০ হাজার ৫০৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ চার হাজার ৯৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ১৮৫ জনে।