অনলাইন ডেস্ক :
একদিনে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৮৭ হাজার ১১৬ ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৯৬ লাখ ৯ হাজার ২২৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৮ হাজার ৮০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ৪২৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪৪৯ জনে।

আরও পড়ুন
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা