Monday, November 14th, 2022, 7:28 pm

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মারাঠি টিভি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। গত শনিবার দিবাগত রাত ১১টায় মহারাষ্ট্রের কোলাপুরের কাছে একটি সিমেন্ট মিক্সার ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কল্যাণীকে বহন করা মোটর সাইকেলের। এতে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে গেলে কল্যাণীকে পিষে দেয় ট্রাক্টরটি। তার বয়স হয়েছিল ৩২ বছর। খবর এনডিটিভির। কোলাপুর পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন-‘দুর্ঘটনার পর কল্যাণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।’ কোলাপুরের রাজারামপুরীর বাসিন্দা কল্যাণী। হালোন্ডিতে তার একটি রেস্তোরাঁ ছিল। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী। ‘তুজ্যত জীব রাঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা’-এর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন কল্যাণী।